নিজস্ব প্রতিবেদক
পরিবহন আইন বাস্তবায়ন হলে রাস্তায় মাছির মতো পাখির মতো যে মানুষ মারা যায়, এটা আর থাকবে না, সবাই সতর্ক হয়ে যাবে, শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষাপটে রাজধানীসহ দেশজুড়ে পরিবহন মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকরা আতঙ্কে রাস্তায় গাড়ি নামাননি। তবে সরকারের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে গাড়ি নামানোর জন্য।
তিনি আর বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে ও নিয়ম কানুন মেনে সড়কে চলাচল করতে পারে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। কিন্তু তারা (ছাত্ররা) যখন কানে ফোন দিয়ে রাস্তা পার হয় তখন তাদের খেয়াল থাকে না যে গাড়ি আসছে।
এছাড়াও শিক্ষার্থীরা যে রাস্তায় লাইসেন্স চেকসহ জনসচেতনতায় যেসব কাজ করছে তা নিয়ে মন্ত্রী বলেন, আমিই বাংলাদেশে এসব আগে করে দেখিয়েছি। আমিই এসব শুরু করেছিলাম।
অন্য দিকে বিএনপির আন্দোলনের কোন উপায় না পেয়ে এখন ছাত্রদের ওপর ভর করেছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।