নিজস্ব প্রতিবেদক :
নগরীর রাহাত্তারপুল এলাকায় সড়কে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে রাস্তা পার হবার সময় গাড়ির ধাক্কায় তিনি আহত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ ইউনুস (৫০) আনোয়ারা উপজেলার দোভাষীর হাটের উঠান মাঝির বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিজার্নালকে বলেন, গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিজা৩৬৫ / এনআর