স্পোর্টস ডেস্ক
ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলেছিলেন জো রুট। শতক হাঁকানোর পর ‘মাইক ড্রপ’ভঙ্গিতে তা উদযাপন করেছিলেন রুট। মানে হাত থেকে ছেড়ে দিলেন ব্যাটটি। সেই একই দৃশ্য দেখা গেল বুধবার এজবাস্টনে। এবার রুট নয়, উদযাপনটি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংলিশ অধিনায়কের উদযাপন তাকেই ফিরিয়ে দিলেন ভারত অধিনায়ক।
ইতিহাসের প্রথম দল হিসেবে ১ হাজারতম টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। অশ্বিনের বোলিং তোপে দাঁড়াতেই পারছিল না ইংলিশরা। কিন্তু ব্যতিক্রম ছিলেন রুট। ভালই খেলছিলেন তিনি। ব্যক্তিগত ৮০ রানে কোহলির থ্রোতে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
আর ইংলিশ অধিনায়ককে আউট করে উদযাপনে সবাইকে চমকে দেন কোহলি। প্রথম শূন্যে চুমু ছুড়ে সতীর্থদের দিকে এগিয়ে যান ভারত অধিনায়ক। তারপর সবাইকে চুপ থাকার ভঙ্গি করেই ‘মাইক ড্রপ’ ভঙ্গিতের রুটকে আউটের উদযাপন করেন তিনি।