চট্টগ্রাম প্রতিনিধি:
মাত্র ৩০ সেকেন্ডের শক্তিশালী টর্নেডোতে চট্টগ্রাম বন্দরের জেটিতে বেঁধে রাখা একটি জাহাজ দড়ি ছিঁড়ে মাঝনদীতে চলে গেছে।
এ সময় বন্দরের অভ্যন্তরের সিসিটি ইয়ার্ডে একটির ওপর একটি রাখা অর্ধশতাধিক পণ্যভর্তি ও খালি কনটেইনার এলোমেলোভাবে পড়ে যায়। ৯, ১২ ও ১৩ নম্বর শেডের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। শেডে কর্মরত অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাদের ডক শ্রমিক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। টর্নেডোর সময় ভেঙে যায় ডক অফিসের সীমানা প্রাচীর (ফেন্সিং ওয়াল)।
টর্নেডোর বিষয়টি স্বীকার করে বন্দরের টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ জুন) সকাল পৌনে নয়টার দিকে মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী টর্নেডো বন্দরের সিসিটি ইয়ার্ড এলাকায় আঘাত হানে। এ সময় কিছু পণ্যভর্তি ও খালি কনটেইনার এলোমেলোভাবে পড়ে যায়। জেটিতে অবস্থানরত একটি কনটেইনারবাহী জাহাজের দড়ি ছিঁড়ে ফেলে। কিছু শেডও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, টর্নেডো আঘাত হানার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। কনটেইনারগুলো আগের জায়গায় নিয়ে আসা হয়। জাহাজটিও জেটিতে ভেড়ানো হচ্ছে।