গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন। বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলমের পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
ওই ফ্যাক্স বার্তায় তিনি জানিয়েছেন, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বেলা পৌঁনে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।
বেলা ১১ টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। বেলা ১২ টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান শেষে প্রধানমন্ত্রী দুপুর ১২ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।