বিনোদন ডেস্ক :
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’। এর অন্যতম চরিত্র চন্দ্রমুখী। শাহনূর অনেক স্বপ্ন দেখেছেন এই চরিত্রে অভিনয় করার। এবার তা পূরণ হতে যাচ্ছে।অমর কথাসাহিত্যিক ও তার একাধিক উপন্যাসের চরিত্র নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। পরিচালনা করছেন আরিফুর জামান। এতেই যুক্ত হলেন শাহনূর।তিনি জানান, ২৮ মে রাতে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কখনোই কল্পনা করেননি বড়পর্দায় চন্দ্রমুখী চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। এর জন্য কৃতজ্ঞতা জানান প্রযোজনা সংস্থা ও পরিচালকের প্রতি।সিনেমাটিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গাজী রাকায়েত। দেবদাস চরিত্রে ফেরদৌস ও পার্বতী চরিত্রে পপি অভিনয় করছেন। অচলা চরিত্র করছেন তমা মির্জা। অন্যান্য ভূমিকায় আছেন নীরব, আনিসুর রহমান মিলন, প্রকৃতি প্রমুখ।এপ্রিলে বিএফডিসিতে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর শুটিং শুরু হয়। ঈদুল ফিতরের পর শুরু হবে পরের লটের দৃশ্যায়ন
সাইফুল//এসএমএইচ//৩০শে মে, ২০১৮ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ