চবি প্রতিনিধি:
চট্টগ্রামের ষোলশহর স্টেশনে শাটল ট্রেনে কাটা পড়ে রবিউল আলম (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রবিউল বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের ছাত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউনদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্লাটফর্ম অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।