নিজস্ব প্রতিবেদক :
স্কুলশিক্ষার্থীদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষ চলে এসেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা ১১ টার দিকে গণভবনে একটি অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনরত এই শিশুরা যেসব দাবি জানাচ্ছে আমরা তাদের সব দাবিই মেনে নিচ্ছি। তাদের এই আন্দোলনে বাধা দেয়া হচ্ছে না। র্যাব-পুলিশ ও আমাদের দলের লোকজন সবাই তাদেরকে সহযোগিতা করছে। আমরা একে একে তাদের সব দাবি বাস্তবায়ন করছি।
তিনি বলেন, হঠাৎ করেই স্কুলের ইউনিফর্ম বানানোর ভিড় লেগে গেছে। পলাশীতে স্কুলের আইডি কার্ড তৈরি হচ্ছে। শিশুদের এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। তাই আমরা এখন এই শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ, তৃতীয় পক্ষের ওরা মানুষ নয়। ওরা শিশুদের দিয়ে যেকোনো কিছু করাতে পারে।