শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাউনের চর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মৃত শিশুরা হল- উপজেলার কাউনেরচর এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৭), একই গ্রামের শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭) ও ছোরহাব আলীর ছেলে রিয়াদ হোসেন (৬)।
শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, দুপুরে শ্রীবরদী উপজেলার কাউনের চর বিলে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে ডুবে নিখোঁজ হয় ওই তিন শিশু।
ছয় ঘণ্টা পর স্থানীয়রা বিল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল দুই শিশুর মরদেহ উদ্ধার করে।