বিজয় মন্ডল সাতক্ষীরা:
শ্যামনগরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রশাসন হলরূমে উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মহসীন উল মূলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বুড়িগোয়লিনি ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রীমা ব্যানার্জী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সি এস আহসান হাবিব আনিস। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন যুবক যুবতিদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক নানা বিষয়ে গূরূপ্তপূর্ণ তথ্য প্রদান করা হয়।