জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫৩০ পিচ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্যামলী পরিবহনের একটি বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ির ব্যাটারি বক্সে লুকিয়ে ইয়াবা পাচার করার সময় র্যাবের হাতে ধরা পড়েছে গাড়ি চালক ও সহকারী চালক।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উওর কালিয়াইশ এলাকার মো: ছাবের আহাম্মেদের ছেলে মো: আজিজুর রহমান(বাস চালক) ও চকরিয়ায় বানিয়াকুম এলাকার মোঃ ইদ্রিস আহাম্মদের ছেলে মো. মানিক (চালকের সহকারী)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, ‘শ্যামলী বাসের চালক , চালকের সহকারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করছিল। আটককৃত আসামী এবং উদ্ধার হওয়া ইয়াবাসহ বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, শ্যামলী বাসের ব্যাটারি রাখার স্থানে লুকানো অবস্থায় ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা রাখা হয়েছিল যার বাজার মূল্য ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকা।
বিডিজা৩৬৫ /এনএস