পটুয়াখালী প্রতিনিধি:
শ্রমিক দিবসে ট্রাক হ্যান্ডিলিং শ্রমিকদের হামলায় গুরুতর আহত হল খাবার হোটেল শ্রমিক সোনা মিয়া (৫৫)। মারধরে গুরতর আহত সোনা মিয়া কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার হাসপাতাল রোডে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে কলাপাড়া হ্যান্ডিলিং শ্রমিকদের এমন তান্ডবে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বিসমিল্লাহ হোটেলের মালিক মনসুর জানান, বাকীতে এক কেজি মিস্টি চেয়েছিল। মিস্টি মেপে দিতে দেরী হওয়ায় কর্মচারীদের গালাগালি ও মারধর শুরু করে। এসময়ে একদল শ্রমিক এসে কর্মচারী সোনা মিয়া ও জসিমকে মারধরসহ হোটেলে ব্যপক ভাংচুর করে। ক্যাশে রক্ষিত টাকা, মোবাইল ফোন এবং গলার স্বর্নের চেইন নিয়ে যায়। তাদের আক্রমে মনে হচ্ছিল, হামলা লুটপাটর পরিকল্পনা আগে থেকেই করা ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় শ্রমিক নেতা আ. মালেক ও জাকিরকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাব্বির// এসএমএইচ//২ মে ২০১৮, ১৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ