প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর ও সর্দি-কাশি নিয়ে সময়ের আলো পত্রিকার সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ মে) ভোর রাতে সেহরির জন্য ডাকতে গেলে অপুকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।
এ বিষয়ে সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায়ই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী আর নেই।
তিনি বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন।
এর আগে গত ২৮ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পত্রিকাটির প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন মারা যান। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরেও করোনার উপস্থিতি ধরা পড়ে। তার স্ত্রী বর্তমানে আইসিইউতে।