নিজস্ব প্রতিবেদক :
সরকার ব্যর্থ উল্লেখ করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ফখরুল বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাই। তাদের এ আন্দোলন যৌক্তিক। জনগণকে এই সরকারের পতনে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি।