নিজস্ব প্রতিবেদক :
সরকার বিরোধী কোনো আন্দোলনই সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী কোন আন্দোলনই সফল হবে না । যে কোনো যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।
তিনি বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মতো এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীতে আর ঘটেনি। আমাদের আজকের শপথ হলো- জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে।