SONY DSC

সর্বস্থরের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা করতে হবে:অধ্যাপক মাহবুবুর রহমান

চট্টগ্রাম প্রতিনিধি:

১লা মে’১৮ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর নগরী চট্টলার ইপিজেডস্থ বে-শপিং সেন্টার চত্বরে শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে এক বিশাল সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।প্রধান অথিতি তার বক্তব্যে বলেন,উন্নয়ন উৎপাদনে শ্রমিকের শ্রমিকের অবদান ও আজকের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত ধর্মী যা অত্যন্ত দুঃখজনক।চারযুগ আগে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে।অনেক দফার পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল ও হয়েছে অনেকবার।শ্রমিকের অধিকার প্রতিষ্ঠতা ও শ্রমিক নির্যাতন বন্ধে অনেক আইন ও রচিত হয়েছে।কিন্তু স্বাধীনতার এত বছর পরও শ্রমিক নির্যাতন বন্ধ হয়নি।আজও তাদের ন্যায্য অধিকার ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি।আল্লাহ তায়ালা বলেন যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন নিজেরা না গঠায় তিনি ও তাদের পরিবর্তন গঠান না।তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় সর্বস্থরের শ্রমিকদের সর্বস্থরের শ্রমিকদের সর্বনি¤œ মজুরি ১৬ হাজার টাকা করতে হবে,গামের্ন্টস শিল্পের জন্য পৃথক মন্ত্রনালয় করতে হবে,সকল গামের্ন্টস শ্রমিকদের অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম।তিনি তার আলোচনায় বলেন রমজানে হোটেল রেস্তোরায় শ্রমিক চাটাই বন্ধ করতে হবে।অটো সি.এন. জি বন্ধের চক্রান্ত বন্ধ করতে হবে এবং এর পাকিং এর ব্যবস্থা করতে হবে।যখন তখন হকার উচ্ছেদনা করে হর্কাস পুনর বাসন করতে হবে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা ওয়ায়েজ হোসেন ভুইঁয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতাববর।সেক্রেটারী আলহাজ্ব আল-মুহাম্মদ ইকবাল,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুস্তাক আহমদ,ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক মুহাম্মদ শাহীন হাওলাদার,গার্মেন্টস শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম,হোটেল শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন লিটন মুহাম্মদ কবির হোসেন,মোহাম্মদ সফিকুল আলম,মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

সাব্বির// এসএমএইচ//১লা মে, ২০১৮ ইং ১৮ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

Check Also

বিপদ জয় করে বিজয়ের দেশে ফিরে আসা

জার্নাল ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বিজয়’  সাক্ষাৎ বিপদ …

‘টাকা দিয়ে বিপদ কিনেছি’

জার্নাল ডেস্ক ‘টাকা দিয়ে বিপদ কিনেছি ‘।    এভাবেই নিজের হতাশার কথা  জানিয়েছেন বসনিয়ায় আটকে …