ক্রীড়া ডেস্ক :
গত বৃহস্পতিবার দেশে ফিরে আজ বোর্ডের সঙ্গে বৈঠক শেষে নতুন সিদ্ধান্তে এসেছেন সাকিব। ৩০ এপ্রিল পর্যন্ত বোর্ড তাকে ছুটিতে পাঠালেও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি।
সাকিব আগেই জানিয়েছিলেন নিয়মিত তিন ফরম্যাটে খেলতে চান না। তারপরও সাকিবকে তিন ফরম্যাটেই কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ বোর্ডের সঙ্গে বৈঠক শেষে জানা গেল, সাকিব বেশ কিছুদিন ধরে মানসিকভাবে সুস্থ নয়। তাই তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে প্রথমে অস্বীকৃতি জানান। তবে সাকিবের সঙ্গে বোর্ডের মিটিং শেষে জানা গেল, দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব। আগামীকাল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।