নিজস্ব প্রতিবেদক :
সাভারের আমিনবাজারে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬)।
পুলিশ জানায়, আজ সকালে মোটরসাইকেলে করে সুজাত ও শফিক আমিনবাজার থেকে সাভারে আসছিলেন। পথিমধ্যে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ সুজাত ও শফিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।