সিলেট প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নেয়া জামায়াতের প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগে সোমবার তাকে শোকজ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।
নির্বাচন কমিশনের এ কর্মকর্তা জানান- সোমবার (০২ জুলাই) সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের একাধিক নির্বাচনী প্রচারণার সংবাদ ছাপা হয়। প্রকাশিত সংবাদগুলো নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে সোমবার এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করে নির্বাচন কমিশন।
এ সময় নির্বাচন কমিশন বুধবারের (০৪ জুলাই) মধ্যে তাকে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর ব্যাপারে জবাবদিহি করার নির্দেশ প্রদান করে।
এ ব্যাপারে এহসানুল মাহবুব জুবায়েরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।