সীতাকুন্ড জার্নাল প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুন্ডে একটি স্ক্র্যাপ ডিপোতে বিষ্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় মুন্না মার্কেট সংলগ্ন একটি স্ক্র্যাপ ডিপোতে এই ঘটনা ঘটে। বিষ্ফোরণে ভাটিয়ারী ষ্টেশেনের এইচ আকবর আলী গেইটের সংলগ্ন মৃত বোরহানের পুত্র মোঃ ইলিয়াছ কাটারম্যান ও তার সহকারী আহত হয়।
জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ এলাকায় মুন্না মার্কেট সংলগ্ন মোঃ হাবিব উল্ল্যাহ একটি অটো রড় কোম্পানি ইনফুট করা কিছু স্ক্র্যাপ হাবিব উল্ল্যাহ ক্রয় করে তার ডিপোতে নিয়ে আসেন। গতকাল দুপুরে মালগুলো কাটার সেট দিয়ে কাটার সময় হঠাৎ বিষ্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয় । এই ঘটনায় দুই শ্রমিক আহত হয় আহত হয়। পরে দুইজন’কে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এই দিকে ইলিয়াছের বড় ভাই মোঃ ইউনুছ জানান, তার ভাইয়ের মাথায় গুরুতর আঘাত পেয়েছে তার অবস্থা আশংকা জনক বলে তিনি জানান।
এই বিষয়ে, সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক জানান, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
বিডিজা৩৬৫