জার্নাল ডেস্ক
খালের উপর রাস্তা ভবন সহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরির কথা শুনেছি। কিন্তু রাস্তার উপর খাল হয়ে যাওয়া কে কবে শুনেছে?
ছবিটি সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের একটি রাস্তার। কয়েক হাজার মানুষের দুর্ভোগের কান্নার পানি জমে বোধ হয় একটা রাস্তা এভাবে খাল হয়ে যায়।
সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার দৃষ্টি আকর্ষণ করছি। ছোট ছোট বিষয়গুলো আপনার নিকট দেওয়ার মূল কারণ হচ্ছে যারা এ বিষয়গুলো নিয়ে কাজ করবে তারা এ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছেন না, এজন্য আপনার দৃষ্টি আকর্ষণ করা……..
আপনার একটু সুনজরে আশা করি শিগগিরই চলাচলের উপযোগী হয়ে উঠবে এবং এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে সারিকাইতবাসী। (ফেসবুক থেকে সংগৃহীত)
বিডিজা৩৬৫/আহা