নাজমুল রাতুল
বৃষ্টি-বন্যায় নগরীর সবজি সহ বিভিন্ন পণ্যে আগুন লেগেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম।শুক্রবার (২১ আগস্ট) নগরের ষ্টীল মিল কাঁচাবাজার,রেয়াজউদ্দিন, বক্সিরহাট কাঁচাবাজার, চকবাজার ও বন্দরটিলা কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৫ টাকায়। মিষ্টি কুমড়া ২৫ টাকা, কাঁকরোল ৫০ টাকা, করলা ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, লাউ ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ষ্টীল মিল বাজারে বেগুন প্রতিকেজি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।ছোট কচু, কচুর লতি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০-৪৫ টাকায়। কাঁচামরিচ প্রতিকেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা দরে।
মাছের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেশি। দেশি রুই প্রতিকেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, কাতাল ২৭০ থেকে ৩০০ টাকা, গলদা চিংড়ি আকার ভেদে ৭’শ থেকে ৯’শ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে খাসির মাংস ৮০০ টাকা, হাঁড় ছাড়া গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা এবং হাঁড়সহ গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১২০ টাকা, লেয়ার মুরগি ২৬০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। দেশি মুরগির দাম পড়ছে ৪৫০ টাকা।
ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১১০ টাকা, দেশি মুরগির ডিম ১৭০ টাকা, দেশি হাঁসের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
বন্দরটিলা বাজারে সবজি কিনতে আসা মো. রহমান বিডি জার্নাল কে বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দর কেজিতে ২০ টাকার মতো বাড়তি। তবে মরিচের দাম কিছুটা কমেছে। তবে পাইকারি বাজারের মরিচের দাম ১০০ টাকা।
একই বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমিন বলেন, কয়েকদিন ধরেই সবজির দাম ওঠানামা করছে। কারণ ঈদের ছুটি, অতি বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে।
বন্দরটিলা বাজারের দোকানদার রাহাত বলেন,‘বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। এজন্য দাম বেড়েছে।’
বিডিজা৩৬৫ / এনআর