হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার ফরহাদবাদ এলাকায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ জুন) বেলা ১১টার দিকে ধলই ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ভূঁইয়া জানান, মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে বৃদ্ধটি দুর্ঘটনা পড়েছে মনে হচ্ছে।
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই জালাল।