জার্নাল ডেস্ক :
গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
শিক্ষার্থীরা বলেন, ঢাকায় হাফ পাস কার্যকর করলে শুধু হবে না, আমাদের চট্টগ্রামেও হাফ পাস কার্যকর করতে হবে। বৈষম্য সৃষ্টি করার কোন সুযোগ নেই। সিদ্ধান্ত যা হবে তা সবার জন্য হতে হবে। শর্ত দিয়ে হাফ ভাড়া কার্যকরকে প্রত্যাখান করছি আমরা। ঢাকায় নয়, সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন গণামাধ্যমকে বলেন, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং অন্দোলনের কারণে যান চলাচল যাতে বাধাগ্রস্ত না হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছি।
বিডিজা৩৬৫