ফটোস্টোরি-চিন্ময় চক্রবর্তী
ষাটের দশকে এই কাপ্তাই হ্রদ তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে ১৯৫৬ সালে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে।এর ফলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি। ১ হাজার ৭২২ বর্গ কিলোমিটার বিস্তৃত এই কাপ্তাই লেক৷


নির্ভরতা বেড়েছে এই হ্রদ এর সাথে আর তার সাথে তৈরি হয়েছে যোগাযোগ এর পানিপথ

বিডিজা৩৬৫/আরএন