প্রযুক্তি ডেস্ক :
প্রথমবারের মতো স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা নিয়ে আসছে জাপানিজ সংস্থা সনি। যা প্রতিযোগিতার বাজারকে বাড়াল আরও একধাপ।
চলতি বছরেই (সম্ভবত সেপ্টেম্বর) গ্রাহকরা পেতে চলেছেন পৃথিবীর প্রথম ৪৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরার সুবিধা।
সংস্থা জানিয়েছে, ‘আধুনিক স্মার্টফোনগুলিতে ভাল ছবির জন্য উন্নতমানের ক্যামেরার প্রয়োজন হয়। এসএলআর ক্যামেরার নতুন প্রতিদ্ধন্ধী হিসেবে সেনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি হাজির মার্কেটে। যেখানে স্মার্টফোনকে ব্যবহার করেই ইউজাররা সুন্দর, হাই রেজলিউশনের ছবি তুলতে পারবেন।’
বর্তমানে বাজারে হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরযুক্ত (৪০ এমপি) দুটি সেট রয়ছে, হুয়াওয়ে পি২০ প্রো এবং নোকিয়া লুমিয়া ১০২০। মার্কিন সংস্থা অ্যাপল ক্যামেরা সেন্সরের যোগানের জন্য দীর্ঘদিন ব্যবহার করেছে এই জাপানি সংস্থাকে। সংস্থার নিজস্ব প্রযুক্তিকে ব্যবহার করেই বাজারে আনছে এই বিশেষ সেন্সর। আগামী সেপ্টেম্বরে ক্যামেরা সেন্সরটির বেশ কিছু স্যাম্পল খুব কম দামে পেতে চলেছেন ইউজাররা।