নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। ২২ জুলাই তার ঢাকা ত্যাগ করার কথা। ফিরবেন ২৫ জুলাই।
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এবং একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার তার সঙ্গে যাবেন। সফর চলাকালে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে মঙ্গলবার রাতে একান্ত বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।