জার্নাল ডেস্ক :
করোনার নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।
জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের আগের চেয়ে সক্ষমতা বেড়েছে বলে এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিডিজা৩৬৫