জার্নাল প্রতিবেদকঃ
বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সব ধরনের লেনদেন ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
এই সাত দিনে গ্রাহকেরা কোনো শাখা থেকে টাকা তুলতে পারবেন না, এমনকি কার্ড দিয়েও কোনো টাকা টাকা উত্তোলন করা যাবে না। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেও কোনো লেনদেন করা যাবে না। এ সময় ব্যাংকটি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) নতুন করে স্থাপন করবে।
জানা যায়, বেসরকারি খাতের এই ব্যাংকের প্রায় সাত লাখ গ্রাহক রয়েছে। উন্নত সেবা দিতে দেশি সফটওয়্যারে পরিবর্তে ব্যাংক পরিচালনা বিদেশি সফটওয়্যার ব্যবহার করবে ব্যাংকটি।
নতুন এই সফটওয়্যারের ফলে সেবার মানে উন্নতি ঘটবে বলে মনে করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।
তিনি বলেন, এর ফলে নিরাপত্তা আরও নিশ্চিত হবে। আধুনিক সেবা প্রদান করা যাবে। এ সময় যেসব গ্রাহকের টাকা তোলাসহ অন্য সেবা প্রয়োজন, তাঁদের আগেই নিতে হবে।
বিডিজা৩৬৫/এনআর