নিজস্ব প্রতিবেদক :
নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ শাহীন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) সকালে নুর আহমদ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিজি ৩৬৫/ এনআর