বিডিজার্নাল প্রতিবেদক :
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হচ্ছে।
শনিবার দুপুরে তারামন বিবির ছেলে আবু তাহের সাংবাদিকদের জানান, তার মাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হবে।
শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডে সমস্যার কারণে শুক্রবার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তারামন বিবিকে।
তারামন বিবির পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তারামন বিবি শ্বাসকষ্টে ও কাশিতে ভুগছেন। গত কয়েক দিনে তা আরো বেড়ে যায়। বর্তমানে তিনি চলাফেরা করতে পারছেন না এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
এর আগে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সোমবার তারামন বিবিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তার চিকিৎসার জন্য মচিমহার হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাইফুল বারীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
সে সময় তারমন বিবি সাংবাদিকদের বলেছিলেন, ‘মাঝে মাঝে মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। শ্বাস নিতে পারি না। যখন কাশি ওঠে মনে হয় দুনিয়াত আমি আর নেই। মাথা ও পিঠ ব্যথা করে শরীর আগুনের মতো যেন জ্বলে। উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না। ঠিকমতো ওষুধ খাওয়ার পরও কোনো ফল পাচ্ছি না।’
এসএমএইচ // শুক্রবার, ৫ আগস্ট ২০১৭