আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। চালের ভর্তুকি প্রকল্পে দুর্নীতির মামলায় তার এ সাজা দেয়া হয়েছে। এ রায় ঘোষণার সময় অবশ্য আদালতে উপস্থিত ছিলেন না ইংলাক।
বুধবার দেশটি আদালত এ রায় ঘোষণা করে।
২০১১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি ক্ষমতায় আসার পর চালে ভর্তুকির একটি প্রকল্প চালু করেছিলেন। তাতে অবশ্য বিপুল সংখ্যক কৃষকের সমর্থন ছিল। তবে সেনাশাসিত সরকার দাবি করেছে ওই প্রকল্পে কোটি কোটি ডলার দুর্নীতি হয়েছে।
ঘোষণার আগে মামলার শুনানিতে অংশ নিতে ২৫ আগস্ট আদালতে হাজির থাকার কথা ছিল ইংলাকের। কিন্তু তিনি সেদিন ছিলেন অনুপস্থিত। সেদিন হাজারও সমর্থক আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। তার অনুপস্থিতিতে অনেকে হতবাক হয়েছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের সহযোগীরা জানিয়েছেন, কঠোর সাজার ভয়ে তিনি থাইল্যান্ড ছেড়ে পালিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একটি বাড়ি আছে। থাইল্যান্ড থেকে পালিয়ে সেখানে গেছেন ইংলাক।
২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক ।
কাওছার আক্তার মুক্তা // এসএমএইচ// বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭। ১২ আশ্বিন ১৪২৪