বিডি জার্নাল প্রতিবেদন:
বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধে নেমেছেন খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তা, আলিম জুট মিলের সামনে ও রাজঘাটে শ্রমিকরা রাজপথ ও রেলপথ অবরোধ করে। বেলা ১২টার দিকে অবরোধ শেষ হবে।
আজ বৃহস্পতিবার সকালে পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন নতুন রাস্তা মোড়ে এ সমাবেশে জানান, শনিবার বিজেএমসিতে বৈঠক হবে। সেখানে আলোচনা সফল হলে এবং ৯ দফা দাবি মেনে নিলে সবাই কাজে ফিরে যাবে। না হলে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৭ এপ্রিল) ঢাকায় শ্রমিক নেতারা বৈঠক করবে। সেখান থেকে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে অবরোধের ফলে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। মহাসড়কের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। পাটকল শ্রমিকদের অবরোধের কারণে বৃহস্পতিবারও ভোর ৬টা থেকে খুলনা রেল স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। ফলে যাত্রীরা স্টেশনেই অবস্থান নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
নিলা চাকমা/এসএমএইচ/, বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯, ২১ চৈত্র ১৪২৫