জার্নাল প্রতিবেদক :
বিল্ডিং নির্মাণের কাজ করার সময় বাচ্চু মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিক বাচ্চু মিয়া কুমিল্লার কসবা থানার আছকিনা ইউনিয়নের মৃত আবদুস সামাদের ছেলে। কাজ করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল হেলে পড়ে। তখন গুরতর অবস্থায় আমরা বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আনা হয়।
চমেক পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, নগরীর দক্ষীণ খুলশীর ১নং রোডের ৬নং বাড়িতে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা করেন।
বিডিজার্নাল/এসএ