জার্নাল ডেস্ক :: মুম্বাই : বিশ্বের সর্ববৃহৎ করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টন জো বাইডেনকে শুক্রবার টুইট করেছেন। তিনি লিখেছেন, ব্যাপকভাবে করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের উচিত ভ্যাকসিন তৈরির কাঁচামালের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া।সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) প্রধান আদর পুনেওয়ালার এই টুইটে উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশই ভ্যাকসিন সঙ্কটের বিষয়টি এ প্রতিষ্ঠানের সরবরাহের ওপর বিশেষভাবেনির্ভর করছে তারই ইঙ্গিত মাত্র। প্রেসিডেন্ট জো বাইডেন এখনো কোন প্রত্যুত্তর দেননি। এস্ট্রেজেনেকার প্রচুর চাহিদা থাকায় বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন তৈরি প্রতিষ্ঠানসেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া হিমসিম খাচ্ছে। উপরন্তু করোনার দ্বিতীয় ওয়েবে ভারতসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে এর ব্যাপক চাহিদা বেড়েছে। গত সপ্তাহে পুনেওয়ালা ভারত সরকারের কাছে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি বেশ চাপে আছে।তাদের টাকা সহায়তা দরকার। ব্যাপক চাহিদার কারণে যুক্তরাষ্ট্র্র কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে বিপাকে পড়ে সেরাম। উন্নয়নশীল দেশগুলোকে প্রদানেবিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০ মিলিয়ন ডোজ আদেশও হুমকির মুখে পড়েছে। দৃশ্যত ধনী দেশগুলোর কাছে কোভ্যাক্স কর্মসূচি জিম্মি হয়ে পড়েছে বলে এর কঠোর সমালোচনা করেছে হু প্রধান গ্যব্রিসস। এদিকে নয়া দিল্লী ঘোষণা করেছে ভারতীয় ভ্যাকসিন উন্নয়ন প্রতিষ্টান ভারত বায়োটেককে অর্থনৈতিক সহায়তা দেবে ভারত সরকার। সরকার বলেছে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভ্যাক্সিন উৎপাদন ১০০ মিলিয়নে পৌঁছার সক্ষমতা যাতে অর্জন করে সেটাই লক্ষ্য।
বিডিজা৩৬৫/আহা
.